এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আর্জেন্টিনার বহু সাফল্যের ইতিহাসের সাথে জড়িয়ে আসছে ডি মারিয়ার নাম। ২০০৫ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন ঘরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। পরে ইউরোপিয়ান অনেক বড় ক্লাবে খেলেছেন, সাফল্যেরও কমতি ছিল না। ১৮ বছর পর আবারও শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন ৩৭ বর্ষী ডি মারিয়া। ঘরের মাঠে প্রথম ম্যাচে নেমে পেয়েছেন গোলও। তবে চোট নিয়ে স্ট্রেচারে ছাড়তে হয়েছে মাঠ।
শনিবার রাতে ঘরের মাঠে গোডোই ক্রুজের বিপক্ষে লড়ে ডি মারিয়ার দল। খেলা শেষ হয় ১-১ সমতায়। ঘরের মাঠ হওয়ায় বাড়তি সমর্থন ছিল রোজারিওর দিকে। ডি মারিয়াকে স্বাগত জানাতে কমতি রাখে নাই ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাঠে জমকালো স্বাগত জানিয়েছে তারা। লিখেছে, ‘আমাদের ইতিহাস লেখা এখনো অনেক বাকি। ঘরে তোমায় স্বাগতম।’
মাঠে নেমেই গোল পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে রোজারিওর হয়ে মৌসুমে প্রথম গোলটি করেন। খানিক পর, ম্যাচের ৮৯ মিনিটে গোডোই ক্রুজের এক খেলোয়াড়ের সাথে সংঘর্ষে চোট পান ডি মারিয়া। চোটে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের এক গোল হজম করে রোজারিও খেলা শেষ করে ১-১ সমতায়।








