চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আগ্রহী হলেই দর্শককে দেয়া হবে সিনেমার লিংক-পাসওয়ার্ড!

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মাতার এই উদ্যোগ

বিকল্প ধারা চলচ্চিত্রের আন্দোলনে যারা সামিল ছিলেন, নিজেদের সিনেমা দর্শকের কাছে নিয়ে যেতে তাদের বহু কাঠখড় পোহাতে হয়েছে। প্রজেকশন থেকে ভেন্যু, সবকিছুর যোগারযন্তের ব্যাপারতো আছেই। কিন্তু সময় পাল্টেছে, অনলাইনের এ যুগে এখন আঙুলের ডগায় পুরো পৃথিবী। তৈরী হয়েছে বিকল্প পথ।

এরকম বিকল্প ব্যবস্থা ব্যবহার করে অনলাইনে সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছেন ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব। তার হাতে আছে সরকারি অনুদানে নির্মিত আফসান চৌধুরীর লেখা মুক্তিযুদ্ধ নির্ভর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধড়’। দর্শক আগ্রহী হলেই তিনি তাকে সিনেমার লিংক ও পাসওয়ার্ডটি সরবরাহ করবেন।

বিষয়টি জানিয়ে নির্মাতা গালিব বলেন, ‘ধড়’ চলচ্চিত্রটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা প্রথমে আগ্রহী কিছু দর্শককে ‘ধড়’ চলচ্চিত্রটি দেখানোর উদ্যোগ নিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিমিওতে একটি প্রাইভেট লিংক তৈরী করেছি, যারা চলচ্চিত্রটি দেখার আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে আমরা সেই লিংক এবং পাসওয়ার্ড সরবরাহ করবো।

নির্মাতা জানান, ‘ধড়’ নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। সেখানে গিয়ে আগ্রহী যে কেউ ‘ধড়’ দেখার আগ্রহ পোষণ করলে আমরা তাকে একসেস দিয়ে দিচ্ছি। এরইমধ্যে বেশকিছু দর্শক চলচ্চিত্রটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

চলচ্চিত্র নিয়ে নির্মাতা গালিব আরো বলেন, সরকারি অনুদানে নির্মিত ‘ধড়’ চলচ্চিত্রটি নির্মাণে সবার পরিশ্রম আর সহযোগিতা তো ছিলোই। কিন্তু আমি মনে করি, এই চলচ্চিত্রটির মূল শক্তি হলো গল্পে। গল্পটাই ছবিটাকে দাঁড় করিয়েছে, ছবিটার যতোটুকু স্ট্রেন্থ তার সবটুকুই গল্পের জন্য। এর সব কৃতজ্ঞতা গল্পকার আফসান চৌধুরীর।

‘ধড়’ গল্প নিয়ে আফসান চৌধুরী আগেই বলেছেন, ‘আমি যে একাত্তরটা দেখেছি, সেই সাধারণ মানুষের একাত্তরটাই আমার গল্পে এসেছে। খুব তীব্র এবং অনেকটা অ্যাবসার্ড গল্প ‘ধড়’।’

মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ ও বর্বোরোচিত একটি ঘটনার উপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে লুসি তৃপ্তি গোমেজ, আশীষ খন্দকার ও দীপক সুমন।

‘ধড়’ দেখতে বিস্তারিত জানতে ক্লিক করুন: