চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাবেক স্ত্রীর হুমকির পর আদালতে ধাওয়ান

আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার টেকেনি ভারতীয় দলের তারকা ক্রিকেটার শেখর ধাওয়ানের। বিবাহবন্ধনে নেই আর তারা, তাতেও অবশ্য আলোচনা থেকে মুক্তি মিলছে না ধাওয়ানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্ত্রীর দিক থেকে ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি পেয়ে এবার দৌড়াতে হল পারিবারিক আদালতে।

দিল্লির পাতিয়ালা হাউস আদালত আয়েশাকে সাবেক স্বামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট করা থেকে বিরত থাকতে বলেছেন। একইসঙ্গে ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন কোনো অভিযোগ করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন আদালত।

Bkash July

বিচারপতি হরিশ কুমার আদেশে বলেছেন, একজন ব্যক্তির খ্যাতি সবার কাছে প্রিয় এবং এটি সর্বোচ্চ পর্যায়ের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। কারণ বস্তুগত সম্পত্তি ক্ষতির পরে ফিরে পাওয়া গেলেও খ্যাতি একবার ক্ষতিগ্রস্ত হলে তা ফিরে পাওয়া যায় না। অতএব, এটি রক্ষা করা আবশ্যক। তবে যদি কারো বিরুদ্ধে আইনানুগ অভিযোগ থাকে, তাকে অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না।

শেখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনো মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। নেটমাধ্যমেও কিছু লিখতে পারবেন না। শুধুমাত্র একজনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না, আদালত বলেছেন এমনই।

Reneta June

বিচারক আরও নির্দেশ দিয়েছেন, সংবাদমাধ্যমেও শেখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। বিষয়টি আদালতে বিচারাধীন। তার কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারবেন। এরপরও যদি শেখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবেন।

ধাওয়ানের সাবেক স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। একসময় তিনি মেলবোর্নে কিকবক্সিং করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৪ সালে ধাওয়ান ও আয়েশার ছেলের জন্ম হয়। আট বছর তারা সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

Labaid
BSH
Bellow Post-Green View