বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পেয়েছে আয়োজক দেশ ভারত। তবে স্টেডিয়ামের আউটফিল্ডের দিকে হয়তো মোটেও নজর দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। ফলে ফিল্ডিং করতে গিয়ে প্রায়ই বিপত্তির মুখে পড়তে হচ্ছে ফিল্ডারদের। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এমন ঘটনা ঘটেছে মুজিব উর রহমানের সাথে। বড় চোট থেকে বেঁচে গেছেন আফিগানদের গুরুত্বপূর্ণ এ স্পিনার।
শনিবারের এ ঘটনার পর মাঠের বাজে অবস্থার কঠোর সমালোচনা করেছেন আফগানিস্তানের ইংলিশ কোচ জনাথন ট্রট। ‘আমরা ভাগ্যবান যে মুজিব হাটুর মারাত্মক ইনজুরিতে পড়েনি।’ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে।
শনিবারের ম্যাচের পর আইসিসি’র ইভেন্টস হেড ক্রিস টেটলি এবং পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন মাঠ পরিদর্শন করেন। ওই পরিদর্শনের পর তারা মাঠের অবস্থাকে ‘খেলার যোগ্য’ বলে বর্ণনা করেছেন।
খেলার পর ম্যাচ অফিসিয়ালরা রিপোর্ট প্রদান করেন সেখানে আউটফিল্ডকে ‘সাধারণ’ বলে ঘোষণা করেন।
এ বছরের ফেব্রুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট ম্যাচ ধর্মশালা থেকে সরিয়ে নেয়া হয়। মাঠের বাজে অবস্থার কারণে সেটি ইন্দোরে নিয়ে যাওয়া হয়।
আগামী মঙ্গলবার, ১০ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।








