ঢাকার পার্ক ও খেলার মাঠগুলো হয়ে উঠছে বাণিজ্যিক কেন্দ্র

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কসহ ঢাকার পার্ক ও খেলার মাঠগুলো দিন দিন বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠছে। কোনোটি আবার ময়লা আবর্জনার স্তূপ কিংবা পুলিশের জব্দ করা গাড়ি ও রিকশা রাখার স্থান। এলাকাবাসী বলছেন, এতে রাজধানীতে মুক্ত পরিবেশে হাঁটাচলা এবং বিশ্রামের জায়গা থাকছে না।
বিজ্ঞাপন