বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণ স্কোর ২৯৭, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অপরদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ২০৮, যা একইভাবে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এ ছাড়া বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।








