এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট থেকে: হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। একের পর হার দেখে চলেছে দলটি। ঢাকাপর্বে টানা তিন হারের পর সিলেটেও জয় অধরা চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলের। চিটাগং কিংসের কাছে হেরে গেছে ৭ উইকেটে। আসরে ঢাকার টানা পঞ্চম হার। অন্যদিকে তিন ম্যাচে দ্বিতীয় জয় চিটাগং কিংসের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা। জবাবে নেমে ১৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় চিটাগং।
রানতাড়ায় নেমে চিটাগংকে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও উসমান খান। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন দুজনে। ১৬ বলে ১৭ রান করে ইমন ফিরে গেলে জুটি ভাঙে। পরে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৫১ রানের জুটি গড়েন উসমান খান। দলীয় ১০৬ রানে পাকিস্তান ব্যাটার ফিরে যান ৩৩ বলে ৫৫ রান করে। ১৪৪ রানে ক্লার্কও ফিরে যান। ৩২ বলে ৩৯ রান করে।
মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী চিটাগংয়ের জয় নিশ্চিত করেন। মিঠুন ২২ বলে ৩৩ রান করেন। ১৪ বলে ৩০ রান করে শামীম।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ফরমানউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।
আগে আসরে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়ান সাব্বির রহমান। চার-ছক্কার ফুলঝুরিতে ৩২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার চোখ জুড়ানো অপরাজিত ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দেয় ঢাকা।
আগে ব্যাটে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ফিরে যান জেসন রয়। একপ্রান্তে তানজিদ তামিম রান তুলে দলকে এগিয়ে নেন। অপরপ্রান্তে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দীপু ফিরে যান দ্রুতই। ৬৬ রানে ৩ উইকেট হারানো ঢাকার হাল ধরেন সাব্বির ও তানজিদ। ৩৫ বলে ৬৩ রান তোলেন দুজনে।
ফিফটি করে ফিরে যান তানজিদ তামিম। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন। তার আগে ২২ বলে ফিফটি করেন সাব্বির। ছক্কার ফুলঝুরিতে পরে ঢাকার সংগ্রহ পৌঁছান ১৭৭ রানে। তিনটি চার ও নয় ছক্কায় ৩৩ বলে ৮২ রানে ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির।
চিটাগং কিংসের হয়ে খালেদ আহমেদ ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।








