স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ থেকে দীর্ঘ ১৫ বছর পর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শফিউল আজিম বলেন, ফ্লাইটে চলমান আন্তর্জাতিক রুট সম্প্রসারণ প্রচেষ্টার অংশ হিসেবে আমরা আগামী মার্চ থেকে রোমের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছি।
সংস্থাটির বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, তারা বর্তমানে ঢাকা-রোম সরাসরি অথবা কুয়েত বা সংযুক্ত আরব আমিরাত হয়ে একটি ফ্লাইট পরিচালনার জন্য সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছেন। তিনি বলেন, আমরা ২০০৯ সালের পর ঢাকা-রোম ফ্লাইট বন্ধ করে দিয়েছিলাম। এখন এটি আবার চালু করা হবে। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটটি রোমে পৌঁছাতে ৯ থেকে ১০ ঘণ্টা সময় লাগবে।
শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল সেই কোম্পানির কাছ থেকেই বিমান কিনবে, যেটি রাষ্ট্রীয় মালিকানাধীন ক্যারিয়ারের টেকসই নিশ্চিত করবে। বোয়িংয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আমাদের ২টি ওয়াইড বডি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাজধানীর পূর্বাচল এলাকায় ১০ বিঘা জমিতে একটি অত্যাধুনিক ফ্লাইট সিম্যুলেটর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়ভাবে সিম্যুলেটর প্রশিক্ষণ সুবিধা থাকলে আমরা অন্যান্য এয়ারলাইন্সের পাইলটদেরও প্রশিক্ষণ দিতে সক্ষম হব। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়াও ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আধুনিক ‘বিমান কল সেন্টার’ উদ্বোধন করা হবে।








