সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। চলতি বছরেও ঢাকায় রয়েছে তার একাধিক কনসার্ট। এরইমধ্যে শুক্রবার এই শিল্পীকে গাইতে দেখা যাবে হাতিরঝিলের এম্ফি থিয়েটারে!
‘ঢাকা মেলানকলি’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করেছে ব্ল–ব্রিক কমিউনিকেশনস। আয়োজকরা জানিয়েছে, মেলোডি গানের আসরটি বসছে আগামী শুক্রবার (১২ জুলাই)। নচিকেতার সাথে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের শ্রোতাপ্রিয় শিল্পী অর্ণব।
এছাড়াও মঞ্চে গাইবেন এই সময়ের জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি ও আরমিন মুসা। আয়োজকরা জানান, আগ্রহী দর্শকরা টিকিফাইয়ের ওয়েব সাইট থেকে অগ্রিম টিকেট নিতে পারেন।







