চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটার উপস্থিতি কম, কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মী বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ১৭, জুলাই ২০২৩
বাংলাদেশ
A A

জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট শুরু হয়ে ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোটারদের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের উপস্থিতি বেশি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। সকাল ৮টা থেকে শুরু হওয়া ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার ১৭ জুলাই সকাল থেকে এলাকায় বেশ কয়েকটি ভোটগ্রহণের এমন চিত্র দেখা যায়।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটার কম
ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটার কম এসেছে। ভাষানটেক পকেট গেট এলাকায় সরকারি কর্মকর্তা বেশি বসবাস করেন। তারা দুপুরের পরে ভোট দিতে আসবেন। তখন ভোটার সংখ্যা বাড়বে।

গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি
গুলশান-২ এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সকাল থেকে তেমন একটা ভোটার উপস্থিতি দেখা যায়নি। তবে এ কেন্দ্রে ভোটারের উপস্থিতি থেকে প্রার্থীদের এজেন্ট সংখ্যা বেশি দেখা গেছে। এই কেন্দ্রে নৌকা, লাঙ্গল, গোলাপ মার্কার এজেন্টদের সকাল থেকেই দায়িত্ব পালন করতে দেখা গেছে। সেখানকার প্রতিটি কক্ষই ভোটার শূন্য। ৬৫ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৩৯ জন ভোটার থাকলেও এক ঘণ্টায় সাতটি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল্লাহ উমর নাছির।

৬৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. লতিফ সরকার বলেন, সকাল সকাল তো, তাই ভোটার সংখ্যা কম। গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবেন।

এক কেন্দ্রে দেড় ঘণ্টাতেও ভোট পড়েনি
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রের মধ্যে ৬৬ ও ৬৭ নং মহিলা কেন্দ্র। এর মধ্যে ৬৭ নং কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় কোনো ভোটই পড়েনি।সেখানে ভোটারের দেখাও মেলেনি। এ কেন্দ্রে ভোটগ্রহণের কক্ষ মোট পাঁচটি। ভোটার সংখ্যা তিন হাজার ৫৮।

Reneta

ভোটগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ৬৭ নং কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. আতাউর রহমান বলেন: প্রথম দেড় ঘণ্টায় কোনো ভোট পড়েনি। তবে প্রায় পৌনে দুই ঘণ্টা পর মাত্র দুইটি ভোট পড়েছে। ভোটাররা এখনো আসতে শুরু করেননি। এ এলাকা তো ভিআইপি ও সিআইপিদের এরিয়া। সঙ্গত কারণে বোঝা যাচ্ছে না ভোটারের উপস্থিতি কম হবে না বেশি হবে। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই নগণ্য। নারী ভোটার আসমা বেগম বলেন, ব্যালটে ভোট দিয়েছি। ভোট দিতে সমস্যা হয় নেই। কিন্তু ভোটার কম।

এক ঘণ্টায় ১৬ ভোট
মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পড়েছে।কেন্দ্রের পৃথক চারটি বুথে অলস সময় কাটান এজেন্টরা। তবে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ২৬ জন। অথচ কেন্দ্রটির এক নম্বর কক্ষে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে দুটি। দুই নম্বর কক্ষে ভোট পড়েছে চারটি। তিন নম্বর কক্ষে ভোট পড়েছে তিনটি। এছাড়া চার নম্বর কক্ষে ভোট পড়েছে মাত্র সাতটি।

সকাল সাড়ে নয়টায় চার নম্বর কক্ষে ভোট দেন মহাখালীর করিম হোসেন। কেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন: এমন ফাঁকা ভোটকেন্দ্র আগে কখনো দেখিনি। ভোট দিতে এক মিনিটের বেশি সময় লাগেনি। জানতে চাইলে মহাখালীর আব্দুল হামিদ দর্জী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুর্শীদ আলম খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

চেকপোস্ট বসিয়ে জরিমানা করছে পুলিশ
নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল এবং ২৪ ঘণ্টা বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এই নিষেধাজ্ঞা অমান্য করে যেসব মোটরসাইকেল বা যানবাহন চলাচল করছে, তাদের জরিমানা করা হচ্ছে।

সকালে রাজধানীর বনানী ও গুলশানের মধ্যবর্তী এলাকার বনানী ব্রিজে ট্র্যাফিক পুলিশের একটি চেকপোস্ট দেখা যায়। সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী যানবাহনকে থামিয়ে জরিমানা করতে দেখা যায়।

ওই চেকপোস্টে দায়িত্ব পালনকারী গুলশান ট্র্যাফিক বিভাগের সার্জেন্ট মো. সাদ্দাম হোসেন বলেন, আজ ঢাকা-১৭ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে যারা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল বা গাড়ি নিয়ে চলাচল করছেন, তাদের জরিমানা করা হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) ১৪ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  তিনি বলেন: তবে যারা অসুস্থ, হাসপাতাল বা বিমানবন্দরে যাচ্ছেন তাদের মানবিক কারণে যেতে দেওয়া হচ্ছে৷ এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক ও অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

জানা যায়, নির্বাচনে সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ পাঁচজন, আনসারের দুইজন সদস্য থাকছে। এছাড়া অস্ত্র ছাড়া লাঠি হাতে আনসারের রয়েছে ১২ জন সদস্য। অন্যদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের দুজন অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশের ১০টি মোবাইল টিম পাঁচটি মোবাইল স্ট্রাইকিং টিম, র‍্যাবের ছয় টিম ও ছয় প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে ভোটের এলাকায়।নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় ১৫ জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছয়জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গত ১৫ মে ঢাকা -১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে আসনটি গঠিত।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা  আটজন প্রার্থী হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, মো. তারিকুল ইসলাম এবং আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। যার মধ্যে হিরো আলম এবং তরিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কমিশন এই উপনির্বাচনে ইভিএম ব্যবহার না করে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০।

এ নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী বিএনপি অংশ নেয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নেয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী দেয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ এ আরাফাতহিরো আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

জানুয়ারি ২৬, ২০২৬

পিএসএলের নিলাম ১১ ফেব্রুয়ারি, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪ কোটির বেশি

জানুয়ারি ২৫, ২০২৬

পাকিস্তানকে আইসিসির আল্টিমেটাম

জানুয়ারি ২৫, ২০২৬

সাংবাদিকদের ঐক্যের অভাবেই অন্যায় আচরণের সুযোগ তৈরি হয়: শফিকুল আলম

জানুয়ারি ২৫, ২০২৬

চাঁদাবাজদের প্রত্যাখ্যান করে ‘হ্যাঁ’ ভোট দিতে জামায়াত আমিরের আহ্বান

জানুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT