বোরো মৌসুমে উচ্চফলনশীল সম্ভাবনাময় নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। দেশে ২২ জেলায় ৩শ৯৬টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই ধান চাষ করা হয়েছে। প্রথমবারের ফলনেই সন্তষ্ট কৃষক এবং বিজ্ঞানীসহ সবাই। এই ধানের চাল চিকন এবং পুষ্টিগুণসমৃদ্ধ বলে আমদানিনির্ভরতা কমাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।






