এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিপিন্স এবং পৃথিবীর উত্তর গোলার্ধের কিছু অংশে শনিবার (২১ ডিসেম্বর) ছিল বছরের দীর্ঘতম রাত। ফিলিপাইনের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পগাসা অনুযায়ী,২০২৪ সালের ২১ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা ২১ মিনিট থেকে শুরু হয়েছিল রাত।
সংবাদমাধ্যম জিএমএ নিউজ অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পগাসা জানিয়েছে, এই দিনটিন উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত ছিল। জ্যোতির্বিজ্ঞানীরা এই দিনটিকে উত্তর গোলার্ধে শীতের শুরু এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বলে মনে করেন।
গত বছর এই দিনটি এসেছিল ২২ ডিসেম্বর।








