এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। নিহতদের মধ্যে একটি গ্রীস্মকালীন ক্যাম্পে অংশ নেয়া ২৭ শিশু রয়েছে।
বিবিসি জানিয়েছে, দুই-এক দিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে। তবে বৃষ্টি কমলেও টেক্সাসে কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন। বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যে দোষারোপ করা হচ্ছে, তা একেবারেই মিথ্যা বলেও জানায় হোয়াইট হাউস।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদী দিয়ে নেমে আসা পানির কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে বেশ কয়েকটি হেলিকপ্টার, কয়েকশত উদ্ধারকারী দল ও দেশটির সেনাসদস্যরা।








