চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮০০ কোটিতে ইউনাইটেডে যাচ্ছেন ডি ইয়ং

ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে ৮০০ কোটি টাকা ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে নিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সার সঙ্গে সমঝোতাও সেরে ফেলেছে রেড ডেভিলরা।

ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো খবরটি দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, দলবদলের ব্যাপারে ব্যক্তিগত শর্তগুলো এখনো তৈরি করা হয়নি।

২৫ বর্ষী ইয়ংকে এই গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডে আনতে খুব আগ্রহী ছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ২০১৬-১৯ সাল টেন হাগের অধীনে আয়াক্সে খেলেছিলেন ডি ইয়ং।

বার্সেলোনা স্কোয়াড গঠনের পরিকল্পনায় কিছুটা সামঞ্জস্য আনতে চলেছে। এক্ষেত্রে ডি ইয়ংকে কালাতান ক্লাবটি জানিয়ে দিয়েছে যে তাকে এই গ্রীষ্মে ন্যু ক্যাম্প ছেড়ে যেতে দেবে। যার অংশ হিসেবে মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্র সফরে ইন্টার মিয়ামি, জুভেন্টাস এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ইয়ংকে রাখা হয়নি।

পরিস্থিতি বিবেচনায় ডি ইয়ং ম্যানচেস্টারে যাওয়াকেই সঠিক মনে করছেন। ডাচ মিডফিল্ডারকে বিক্রি করে ফ্রাঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, সঙ্গে সার্জি রবের্তোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বার্সেলোনা।