এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আর্জেন্টিনায় ছেলেবেলার ক্লাব সেন্ট্রালে ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন, জানিয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তার আগে জন্মস্থান রোজারিওতেই তারকা মিডফিল্ডার ও পরিবারের সদস্যদের দেয়া হয়েছিল হত্যার হুমকি। চিরকুট বার্তায় ছিল, আর্জেন্টিনার এই শহরে ফিরলে পরিবারের একজনকে হারাতে হবে। যে কারণে জন্মস্থানে এপর্যন্ত স্থায়ী হননি বিশ্বজয়ী, জানালেন আবারও।
সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও ছেলেবেলার ক্লাবে এমুহুর্তে না ফেরা নিয়ে ডি মারিয়া বলেছেন, ‘প্রত্যাবর্তন একটি স্বপ্ন ছিল, কিন্তু পরিবারের নিরাপত্তা ঝুঁকি নিতে পারি না। এই হুমকি পাওয়ার পর, বুঝতে পেরেছিলাম যে রোজারিওতে ফিরে যেতে পারব না।’
ডি মারিয়ার রোজারিও বাড়ির সামনে গত মার্চে একটি প্লাস্টিকের ব্যাগ ছুঁড়ে ফেলা হয়েছিল গাড়ি থেকে। ব্যাগের ভেতর চিরকুটে লেখা ছিল, ‘আপনার ছেলে অ্যাঙ্গেলকে বলুন, যেন রোজারিওতে আর ফিরে না আসে, যদি ফিরে আসে আমরা তোমাদের পরিবারের একজন সদস্যকে খুন করে ফেলব। পুয়ারোও (সান্তা ফের গভর্নর) তোমাকে বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’
এখন স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকীর সময় কাটাচ্ছেন ৩৬ বর্ষী মিডফিল্ডার। মঙ্গলবার স্ত্রীকে আলিঙ্গনের ছবি সামাজিক যোগাযোগ মাধম্যে দিয়ে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা। বিবাহিত জীবনের ১৩ বছরে পদার্পণ। তুমিই আমার স্বপ্নের সবকিছু। আমার যত্ন নেয়ার জন্য, ভালোবাসার জন্য এবং আমার বিশেষ নারী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে হৃদয় ও জীবন দিয়ে ভালোবাসি। সারাজীবন একসঙ্গেই থেক।’








