নিহত ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করব, তবে সেটা নিয়ে এখন ভাবছি না।
শুক্রবার (২৪ মে) একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা জানিয়েছে বাবার মৃত্যুর পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ডরিন এই মন্তব্য করেছেন।
এসময় ডরিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন বাবা হত্যার বিচার তিনি করবেন। তিনি আমার পাশে থেকে সব সহযোগিতা করে যাচ্ছেন। তিনি এখন আমার একমাত্র অভিভাবক।
তিনি বলেন, দিল্লি হাইকমিশনসহ সবার সঙ্গে আমার কথা হচ্ছে। ওখানকার অনেক বড় বড় কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন। তারা নিজেরাই বিষয়টা দেখছেন। তারা চেষ্টা করছেন কিছু না কিছু বের করবেন।
তিনি আরও বলেন, হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে কী জন্য সে এত বড় অপকর্ম ঘটাল। এর বিচার অবশ্যই হবে। প্রধানমন্ত্রী তার বাবা হত্যার বিচার করেছেন তাহলে আমার বাবা হত্যার বিচার তিনি অবশ্যই করবেন।
ডরিন বলেন, বাবা জীবিত থাকতে বুঝি নাই বাবা কতটা জনপ্রিয় ছিলেন। বাবা হত্যার বিচার চাইতে গিয়ে দেখেছি বাবাকে মানুষ কতটা ভালোবাসে। যেখানে গিয়েছি সবার ভালোবাসা পেয়েছি, সেটা একমাত্র বাবার কারণে।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আনার। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে গত বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।







