চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংগীত পুরস্কারের মঞ্চে ফুটবল নিয়ে হাজির ‘দামাল’ টিম

উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডস বলা হয় ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’- পাওয়ার্ড বাই মোনার্ক মার্টকে। মঙ্গলবার রাতে পদ্মাপাড়ে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হলো দেশের সংগীতের গুণিজনদের নিয়ে জমকালো এই আসর।

সেই মঞ্চে হঠাৎ আগমন ঘটে ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দামাল’ এর পুরো টিম এর! অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ঠিক শেষ মূহুর্তে ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম, মিম, শরিফুল রাজ, মিউজিক ডিরেক্টর, সাউন্ড ডিরেক্টর, ডিওপিসহ প্রত্যেকেই ফুটবল নিয়ে দৌড়ে মঞ্চে চলে আসেন!

তারা প্রত্যেকেই মঞ্চে ফুটবল নিয়ে দামালের গানে মঞ্চ মাতান। এসময় পরিচালক রাফী বলেন, আমাদের দামাল ছবি মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে দামাল দেখবেন।

তার আগে ‘দামাল’ ছবির ‘ঘুরঘুর পোকা’ গানটি মঞ্চে পরিবেশন করেন শিল্পী মমতাজ। এই শিল্পীর গানের সাথে মঞ্চে নাচেন নায়ক শরিফুল রাজ। পরে মিমও আরেকটি নৃত্য পরিবেশনা করেন।

অনুষ্ঠান শেষের আগে ‘দামাল’ ছবির পুরো টিম ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে মঞ্চে ডেকে নেন।

স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে নির্মিত হয়েছে দামাল। এর মূল গল্প ফরিদুর রেজা সাগরের। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।