ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, একদিনে নতুন সংক্রমিত হয়েছেন ৮৪১ জন। ফলে ভারতে এই মুহুর্তে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫৩৮৯ জনে।
শনিবার সকাল ৮ টা পর্য ন্পত সংক্রমণ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মোট করোনা সংক্রমণ বেড়ে দাড়িয়েছে ৪.৪৬ কোটি (৪,৪৬,৯৪,৩৪৯)।
করোনায় ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কেরালায় মারা গেছেন দু’জন।
ওই তথ্য প্রতিবেদনে দেখানো হয়েছে, কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।

ভারতের দৈনিক গড় নতুন করোনা সংক্রমণ গত এক মাসে ছয় গুণ বেড়েছে। এক মাস আগে (১৮ ফেব্রুয়ারি) দৈনিক গড় নতুন সংক্রমণ ছিল ১১২ টি, যেখানে এখন (১৮ মার্চ) এ সংখ্যা ৬২৬ টি।
তথ্য প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংক্রামিত রোগীদের মধ্যে মৃত্যুর হার ০.০১ শতাংশ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, সেখানে কোভিড-১৯ সংক্রামিত রোগীদের পুনরুদ্ধারের হার ৯৮.৮০ শতাংশ রেকর্ড করা হয়েছিল।