রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না বলে আশস্ত করেছেন বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার দাবি জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সব পণ্যের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়ার কারণ নেই। প্রয়োজনে ঋণপত্র উন্মুক্ত করে আরও পণ্য আমদানি করা হবে। মন্ত্রণালয়ের এক সভায় জানানো হয়, রমজানের আগে সয়াবিন তেলের দাম কমেছে। চিনির দামও কমবে।