অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার দুপুর নাগাদ টেকনাফের পাশ দিয়ে অতিক্রম করে মিয়ানমারে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগের সব জেলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সিডরে মতোই শক্তিশালী হতে পারে মোখা। দেশের চারটি সমুদ্র বন্দরকে দুই নম্বর সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।







