এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুই বছরের জন্য চুক্তি হলেও এক বছর কাজ করেই ফিরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অষ্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিসিবি।
হেমিং ক্রিকেট মাঠ ও মাটির প্রস্তুতিতে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ একজন কিউরেটর। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এক বার্তায় বলেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিল। আমাদের ক্রিকেটের কাঠামো উন্নত করার জন্য তার অবদান অনেক। তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।’
বাংলাদেশের আগে অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন হেমিং। আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হেমিংয়ের সঙ্গে গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তি হয় বিসিবির। পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালনের কথা ছিল তার।








