জঙ্গিবাদ মোকাবেলায় প্রধান ভূমিকা রাখতে পারে সংস্কৃতি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধান অস্ত্রের ভূমিকা রাখতে পারে সংস্কৃতি। শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক বিতরণে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পকলা পদক পেয়েছেন ১৮ গুণীজন ও দুই সংগঠন।
বিজ্ঞাপন