শরীয়তপুরে মাদ্রিজ ওল কচুর চাষ
শরীয়তপুরের জাজিরায় উচ্চমূল্যের অধিক পুষ্টি মানসম্পন্ন মাদ্রাজি ওল কচুর চাষ হয়েছে। যে জমিতে অন্যান্য সবজির ফলন কম হয়, মাদ্রাজি ওল কচুর ফলন সেখানেও ভালো হয়। আন্তঃফসল হিসেবে ওল কচুর সাথে অন্যান্য ফসল চাষ করতে পারায় লাভবান হচ্ছেন কৃষক।
বিজ্ঞাপন