চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুবি শিক্ষার্থী ইকবালের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইকবাল মনোয়ারের করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো: আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

Bkash

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View