আসছে মার্চে পাঁচ দল নিয়ে শুরু হতে চলা মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল। ৪৬৬৯.৯৯ কোটি রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বুধবার মুম্বাইয়ে হয় নিলাম।

ফ্র্যাঞ্চাইজি হিসেবে আদানি গ্রুপ ও ক্যাপরি গ্লোবাল নাম দুটি নতুন যোগ হয়েছে। বাকি তিন ফ্র্যাঞ্চাইজি পুরাতন- মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর। যাদের ছেলেদের আইপিএলে দল রয়েছে।
প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা আসরটি উইমেন্স প্রিমিয়ার লিগ নামে পরিচিতি পাবে।
আদানি গ্রুপ স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেডের মালিকানায় থাকছে আহমেদাবাদ। দলটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের অধীন রয়েছে লক্ষ্ণৌ।
অন্যদিকে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অধীনে মুম্বাই, রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টসের বেঙ্গালুরু এবং জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট দিল্লির ফ্র্যাঞ্চাইজি।