ফসিল এনার্জির ব্যাবহার কমিয়ে আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানি এবং আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনের দিকে নজর দিতে সরকারকে পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বিদ্যুত ও জ্বালানি খাত: ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে সিপিডি আয়োজিত ডায়লগে সরকারকে নতুন গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উত্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
নবায়নযোগ্য জ্বালানি খাত বৈষম্যের শিকার উল্লেখ করে ভোক্তাকে সুলভে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে সোলার পাওয়ারের দিকে যেতে হবে বলে এসময় মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি ও বিদ্যুৎ খাতে এবারের বাজেট ব্যবসাবান্ধব হয়েছে ভোক্তাবান্ধব হয়নি।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম, ড. ম তামিম অধ্যাপক বদরুল ইমাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন