চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

উখিয়া ক্যাম্পে আবার রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নাম্বার ক্যাম্পে আবার রোহিঙ্গা নেতাকে গুলি করে  হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ৮ মার্চ সকাল ৭টার দিকে ওই ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা নেতা হলেন সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭)। তিনি ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা  জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এসময় বসতবাড়িতেও তাণ্ডব চালায় তারা। গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এখনো কিছু বলা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিশেষ করে ক্যাম্পে আরসা সদস্যদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে আরসা সদস্যরা। গতকাল মঙ্গলবার ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে মেরেছে তারা।

Labaid
BSH
Bellow Post-Green View