চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজারে ট্রলারডুবি: আরও তিন জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার।

রোববার সকাল সোয়া ১০ টার দিকে মহেশখালী চ্যানেল থেকে তাদের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

নিহত জেলে হোসেনের বাড়ি সদর উপজেলার খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল ও আজিজুল একই ইউনিয়নের মামুন পাড়ায়, আর আবছারের বাড়ি ও ইউনিয়নের হামজার ডেইল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রলারের মালিক জাকের হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি খুরুশকুলে। বৈরী আবাহাওয়ার কারণে শুক্রবার বিকেলে কুলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার। তারপর রোববার সকালে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে আরও তিন জেলে।