এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত রোববার গেটাফের বিপক্ষে হেরে লা লিগা টেবিলে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। ম্যাচে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেয়া। ওই ম্যাচে রেফারিকে বারবার অপমান করেছিলেন ৩০ বর্ষী ফরোয়ার্ড।
লাল কার্ড ও রেফারিকে অপমানের জন্য পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টাইন তারকাকে। লাল কার্ডের জন্য এক ম্যাচের সাথে রেফারি গুইলের্মো কুয়াদ্রা ফের্নান্দেজকে অপমানের জেরে আরও চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। বুধবার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
এটি বেশ বড় ধাক্কা অ্যাটলেটিকোর। বার্সেলোনা, এসপানিওল, সেভিয়া এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে। কোপা ডেল রে’র সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে নামতে পারবেন না কোরেয়া।
যদিও নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স লিগে কার্যকর হবে না। শুধু লিগের জন্য। এজন্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে খেলার সুযোগ পাবেন কোরেয়া। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট করেছিলেন আর্জেন্টাইন তারকা। রক্ষা পেলেন না।








