চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪ হাজার ৩০২ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। জাপানে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৭৩১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১৩৯ জন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৭ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ২৮৮ জনে।

যুক্তরাষ্ট্রে নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৫১ জন। দক্ষিণ কোরিয়ায় ৩৪ হাজার ৭৬৪ জন শনাক্তের পাশাপাশি ৪৬ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে ১২ হাজার ৮১ জন শনাক্ত, মৃত্যু হয়েছে ৩২ জনের। জাপানে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। আর শনাক্ত ৬৯ হাজার ৭৩১ জন। রাশিয়াতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৭৫১ জন।

তাইওয়ানে নতুন করে ৩৯ হাজার ৫৪২ জন শনাক্ত, মৃত্যু হয়েছে ৩৯ জনের। ফিলিপাইনে ৩৫ জন এবং হংকংয়ে মারা গেছেন ২৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।