চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় শনাক্ত ২২২, মৃত্যু ১

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯১২ তম দিনে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২২২ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩৩২ জন।গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) দুই হাজার ৫৭৪টি পরীক্ষায় ২২২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৬২ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ৪৮ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৪৩ হাজার ৩৪৫টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৩৬২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৪৭ জনসহ মোট ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। মৃত একজনের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নারী।তিনি নব্বইঊর্ধ্ব।বিভাগওয়ারী হিসেবে তিনি খুলনা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬১ কোটি ৩২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৯ কোটি ১৫ লাখের বেশি মানুষ।