চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

শনাক্ত ৩৪৯

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮৮ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৪৯ জন। শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ২৫৬টি পরীক্ষায় ৩৪৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ১৩ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৮৯ হাজার ৩৪৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ দুই হাজার ৯১৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ চার হাজার ৮৯২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৭৬৩ জন সহ মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত তিন জনের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন ও আশিঊর্ধ্ব একজন। তাদের মধ্যে তিনজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দু’জন ও সিলেট বিভাগে একজন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ কোটি ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১৮ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫ কোটি ১০ লাখের বেশি মানুষ।