চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৭১৫ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৩২৪ জন।

একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৮০ জন ও মারা গেছেন ৫২ জন।

বুধবার (২ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়, এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ ২২ হাজার ১২২ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬২৬ জনে। এসময়ে করোনা সুস্থ হয়ে উঠেছেন ৬১ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ১০৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০১ জনের এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫২৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ২৭১ জন এবং মৃত ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। জাপানে মৃত ৫২ জন এবং আক্রান্ত ৬৫ হাজার ২৮০ জন।

রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।