বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে ১২ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গন্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি।








