চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানব মর্যাদাকে উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা অভিনব দৃষ্টান্ত: ড. মসিউর

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান মানব মর্যাদা নিয়ে প্রকাশিত এক গবেষণা গ্রন্থ সম্পর্কে বলেছেন, মর্যাদার ধারণা সচরাচর অর্থনীতি বা প্রবৃদ্ধি সংক্রান্ত আলোচনায় তেমন দেখা যায় না। এই গবেষণায় মানব মর্যাদাকে উন্নয়নের একটি সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে, যা অভিনব।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট, হিউম্যান ডিগনিটি অ্যান্ড চয়েজ: লেসনস ফ্রম দ্য এনরিচ প্রোগ্রাম, বাংলাদেশ) শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

গণমাধ্যমে দেয়া পিকেএসএফের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী সাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান পিকেএসএফ এর সমন্বিত উন্নয়ন কর্মসূচি ‘সমৃদ্ধি’ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, পিকেএসএফ-এর সমন্বিত উন্নয়ন কর্মসূচি ‘সমৃদ্ধি’ ২০১০ সালে শুরু হয়ে বর্তমানে দেশের ৬১টি জেলার ১৯৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর ১১১টি সহযোগী সংস্থার মাধ্যমে ১৩.৩৬ লক্ষ পরিবারের ৬০ লক্ষ সদস্যকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। কর্মসূচিটির সম্ভাব্য কার্যকারিতা মূল্যায়ন করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ সাসেক্স এর অধ্যাপক ড. মার্টিন গ্রিলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ এম. শাহান ও ড. শুভাশিস বড়ুয়া কর্তৃক একটি নিরপেক্ষ গবেষণা পরিচালিত হয়। গবেষণার ফলাফলের ভিত্তিতে সাসটেইনেবল ডেভেলপমেন্ট, হিউম্যান ডিগনিটি এন্ড চয়েজ: লিসন ফ্রম এনরিচ প্রোগ্রাম, বাংলাদেশ শীর্ষক গবেষণা গ্রন্থটি প্রকাশ করে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘স্প্রিঙ্গার নেচার’।

পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন, প্রকাশিত গ্রন্থের সহ-গবেষক ড. আসিফ এম. শাহান ও ড. শুভাশিস বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম. এ. বাকী খলীলী এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স (আইএনএম) এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।