এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বেশ কিছু মাস ধরে আলোচনায় চলতি মৌসুমে বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের একটি ম্যাচ আয়োজন হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। মঙ্গলবার উয়েফা ম্যাচটি আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে। ফিফার কিছু আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিল লা লিগা, বার্সা এবং ভিয়ারিয়াল। এবার নিশ্চিত হল আয়োজনের বিষয়টা। প্রথমবারের মতো লা লিগার একটি ম্যাচ আয়োজন হবে স্পেনের বাইরে, ম্যাচটি হবে মিয়ামিতে।
২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যা লা লিগা এবং স্প্যানিশ ফুটবলের জন্য একটি ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে।
এটি হবে স্পেনের বাইরে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক স্প্যানিশ লিগ ম্যাচ। সংস্থার মতে, এই পদক্ষেপের লক্ষ্য স্প্যানিশ ফুটবলকে বিশ্বব্যাপী দর্শকদের আরও কাছে নিয়ে আসা এবং লিগের আন্তর্জাতিক মান শক্তিশালী করা।
লা লিগা একটি বিবৃতিতে বলেছে, ‘এই ম্যাচের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি যা, লা লিগা এবং স্প্যানিশ ফুটবলকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবে। এ সিদ্ধান্তের ফলে যে উদ্বেগ তৈরি হতে পারে তা আমরা বুঝতে পারি, কিন্তু ৩৮০টি ম্যাচের মধ্যে এটি মাত্র একটি ম্যাচ।’
লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস বলেছেন, ‘স্পেনে খেলা দেখার জন্য যারা আসছেন, তাদের অভিজ্ঞতা হ্রাস না করে স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক ভক্তদের আরও কাছে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।’
৬৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন হার্ড রক স্টেডিয়াম। যেখানে দুটি আলাদা ক্লাবের মধ্যে লড়াইয়ের হবে। যাদের লক্ষ্য একই বিশ্বের অন্যতম শক্তিশালী বাজারে লা লিগাকে প্রতিনিধিত্ব করা।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ভক্তদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পেরে উচ্ছ্বসিত। মিয়ামির এই ম্যাচটি আমাদের আন্তর্জাতিক সমর্থকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।’
লা লিগা নিশ্চিত করেছে যে ভিলারিয়ালের টিকিটধারীরা খেলায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন অথবা, যদি তারা উপস্থিত না থাকতে চান, তাহলে তাদের সিজন পাসে ৩০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও, ম্যাচের আগের সপ্তাহগুলোতে, লিগ স্প্যানিশ ফুটবল সংস্কৃতি প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ইভেন্ট এবং ভক্তদের সক্রিয়করণের আয়োজন করবে।
ভিলারিয়ালের সভাপতি ফের্নান্দো রোইগ বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মূহুর্ত যা আমাদেরকে ক্রমবর্ধমান রাখতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশে আমাদের ব্র্যান্ডকে দৃশ্যমান করার সুযোগ দেবে। আমরা বুঝতে পারি এটি আমাদের সিজন টিকিটধারীদের প্রভাবিত করে, তাই আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা বাস্তবায়ন করব।’
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রসারণকে সুদৃঢ় করতে এবং একটি ভিন্ন অঞ্চলে নতুন দর্শকদের আকর্ষণ করতে চায়। তারা প্রমাণ করতে চায় স্প্যানিশ ফুটবলের আর কোন সীমানা নেই।







