পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী ভায়া তিনানি মহাসড়ক রানীগাঁও এলাকায় ভেঙে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার (৫ অক্টোবর) ভোর থেকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে রানিগাঁও এলাকায় নালিতাবাড়ী পৌরসভা গেটের কাছে তিনটি বক্স কালভার্টের কালভার্টের একটির মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে গর্তের সৃষ্টি হতে থাকে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তখন থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১ টার দিকে ওই স্থানে প্রায় ২০ ফুটের মতো ভেঙে ধসে গেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা শেরপুর-নালিতাবাড়ী ভায়া তিনানী সড়কটি ভেঙে যান চলাচল বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, উজানের ঢলের পানি নামতে থাকায় নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাহাড়ি ঢালের পানিতে নকলা-নালিতাবাড়ী সড়ক নিমজ্জিত হওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।







