চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হৃদয়ের চোখ জুড়ানো ব্যাটিংয়ে সিলেটের তিনে তিন

চট্টগ্রাম, বরিশালের পর কুমিল্লাকেও হারিয়েছে সিলেট। টানা তিন জয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ করতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। 

সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫০ রানের লক্ষ্য সহজেই তাড়া করে সিলেট স্ট্রাইকার্স। ৫ উইকেটের জয় নিশ্চিত হয় ১৪ বল হাতে রেখে।

তৌহিদ হৃদয় অসাধারণ ব্যাটিং করেন। ৩৫ বলে ফিফটি তুলে সহজ করে দেন কাজটা। ৩টি চার ও ৪টি ছয়ে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন। এ তরুণের বাউন্ডারিগুলো ছিল চোখ জুড়ানো। সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচে ৫৫ রান করে হন ম্যাচসেরা। সিলেটের হ্যাটট্রিক জয়ের ম্যাচে হৃদয় ছিলেন বেশ আগ্রাসী।

মুশফিকুর রহিম ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। জাকির হাসান ২০, নাজুমল হোসেন শান্ত ১৯ রান করেন। কুমিল্লার মোহাম্মদ নবী ও খুশদিল শাহ দুটি করে উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নেমে জাকের আলী অনিকের অপরাজিত ৫৭ রানের ইনিংসে দেড়শ রানের লক্ষ্য দিতে পারে কুমিল্লা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তোলে ১৪৯ রান। তা যথেষ্ট ছিল না আজকের জন্য। টানা দুই ম্যাচে হার ইমরুল কায়েসের দলের।

কুয়াশার চাদর সরে গিয়ে ঢাকায় সকাল থেকেই মিলেছে রোদের তেজ। তাতে উইকেট হয়ে ওঠে অনেকটাই ব্যাটিং সহায়ক। আগের দুই দিন দুপুরের ম্যাচে রানের দেখা না পাওয়া গেলেও আবহাওয়া বদলাতেই এলো মাঝারি সংগ্রহ।