চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লায় একদিকে আওয়ামী লীগের সম্মেলন, অন্যদিকে গোলাগুলি-বিস্ফোরণ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের দুই এমপির অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

শনিবার দুপুর ১২টার দিকে যখন এ ঘটনা ঘটে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখছিলেন।

জানা গেছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে আয়োজন করা হয়। মহানগর কমিটির সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন শুরু হওয়ার পর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনজুম সুলতানা সীমা এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনস্থলে যেতে চাইলে তাদের কুমিল্লা টাউন হল গেইট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এসময় এমপি সীমার সমর্থক নেতাকর্মী ও এমপি বাহারের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

নজরুল এভিনিউ রোডে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে। প্রায় ২০ মিনিট স্থায়ী এ সংঘর্ষে কেউ হতাহত হয়নি।