
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে সহিংস রাজনৈতিক কর্মসূচিতে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে সারা দেশে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকার সব সাংস্কৃতিক ফেডারেশন ও সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। এছাড়াও সংহতি জানাতে আসেন বিশিষ্টজনসহ সব স্তরের সাধারণ মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বরেণ্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশিষ্টজনেরা সেই সময় সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা বলেন, ফিলিস্তিনের গাজায় হামলা চালানো ইসরায়েল এবং তাদের মদদ দেওয়া সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও জানমালের ক্ষতি করে তাদের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এছাড়া দেশের সব জেলা এবং উপজেলায় একই সময়ে স্থানীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে স্থানীয় সবগুলো সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
বিজ্ঞাপন