এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্লাব বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। দুটি মামলায় অভিযুক্তদের তালিকায় নাম থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাননি ২৫ বর্ষী ডিফেন্ডার আয়রটন কস্তা। বৈশ্বিক প্রতিযোগিতাটিতে খেলা হচ্ছে না তার।
আগামী সোমবার পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে নিজেদের ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে বোকা জুনিয়র্স। সপ্তাহখানেক আগে গত রোববার মিয়ামির উদ্দেশে রওনা দেয় দলটি। তখন ভিসা প্রক্রিয়ার কারণে দলের সঙ্গে যেতে পারেননি কস্তা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পথে রওনার কথা ছিল তার। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কস্তা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
এ নিয়ে দ্বিতীয়বার কস্তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে তাকে ভিসা দেয়ননি মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো বলছে, কস্তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। যার কারণে ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মামলা দুটির একটি ডাকাতি এবং অন্যটি লিঙ্গ সংহিসতা নিয়ে হওয়া হত্যাকাণ্ড। ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। আর হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামী কস্তার ভাই, একজন সহযোগী হিসেবে রয়েছে কস্তার নাম।
তার বিরুদ্ধে কোন মামলাই অগ্রগতি হয়নি, যার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ প্রবেশের জন্য তার আবেদন গ্রহণ করেনি।








