চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ডেডলাইন’ দিনে দলবদল উত্তাপ ছড়াল যাদের ঘিরে

ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল জুড়ে ছিল উত্তাপের আঁচ। ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরে নাম লিখিয়ে আলোচনা তুলেছেন তুঙ্গে। শেষদিনে এসে উত্তাপের কেন্দ্রে রেকর্ড ট্রান্সফারে বিশ্বকাপজয়ী এনজো ফের্নান্দেজের চেলসিতে যাওয়া। ম্যানসিটি থেকে ধারে জোয়াও ক্যানসেলোর বায়ার্নে যাওয়া দিয়েছে চমকে।

মঙ্গলবার শেষ হয়েছে ২০২২-২০২৩ মৌসুমের শীতকালীন দলবদল। শেষদিনে ইউরোপের বাজারে নতুন ঠিকানা পেয়েছেন ৭২ ফুটবলার। ইএসপিএন এফসি জানাচ্ছে এমন তথ্য।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অর্থে দলবদলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। ১২১ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ব্লুজ ডেরায় এসেছেন মেসির জাতীয় দল সতীর্থ।

রক্ষণে শক্তি বাড়াতে জোয়াও ক্যানসেলোকে ধারে দলে টেনেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ক্লাবটি পর্তুগিজ ডিফেন্ডারকে কিনে নেয়ার সুযোগও রেখেছে চুক্তিতে।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন ক্যানসেলো। ছিলেন নিয়মিত একাদশে। চলতি মৌসুমে সিটিজেন জার্সিতে ১৬ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারার পর থেকে সুযোগ পাচ্ছিলেন না গার্দিওলার তুরুপে। মাঠে নামা হয়নি শেষ তিনটি ম্যাচে।

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর জার্মানির কাছেও ধরাশায়ী হয়েছিল কোস্টারিকা। গ্রুপপর্বে বিদায় নেয়ার আসরে গোলরক্ষক কেইলর নাভাস হজম করেছিলেন ৩ ম্যাচে ১১ গোল। শঙ্কা জেগেছিল পিএসজিতে টিকবে কিনা ৩৬ বর্ষী তারকা। শঙ্কাটা সত্যি হয়েছে।

নটিংহ্যাম ফরেস্টে নাভাসকে ধারে পাঠিয়েছে ফরাসি ক্লাবটি। এমৌসুমের শেষঅবধি নাভাস খেলবেন প্রিমিয়ার লিগে। মৌসুম শেষে আবারও তাকে ফিরে আসতে হবে পিএসজিতে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ফ্রেঞ্চ জায়ান্টদের সঙ্গে চুক্তি আছে কোস্টারিকান গোলরক্ষকের।

গত জুনে সাও পাওলো থেকে সাড়ে তিন মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান উইঙ্গার মারকুইনহোসকে টেনেছিল আর্সেনাল। ১৯ বর্ষী ফরোয়ার্ডকে আরও ধারালো করতে দলবদলের শেষদিনে ধারে পাঠিয়েছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারির ক্লাব নরউইচ সিটি। ৩১মে পর্যন্ত নরউইচ জার্সিতে দেখা যাবে তাকে। পরে ফিরে আসবেন আর্সেনালে।

২০১৮ সালে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিনহোকে ৫৭ মিলিয়ন ইউরোয় টেনেছিল চেলসি। ৩১ বর্ষী ডিফেন্ডারকে এবার ছেড়ে দিয়েছে ক্লাবটি। তাকে দলে নিতে চেলসিকে মাত্র ১১.৩ মিলিয়ন ইউরো দিতে হয়েছে আর্সেনালের। ২০২৪ সালের জুন পর্যন্ত আর্সেনাল ক্যাম্পে থাকবেন জর্জিনহো।

মৌসুমের শেষদিনে ৭২ ফুটবলারের মধ্যে ফ্রি ট্রান্সফারে দলবদল হয়েছে তিনজনের। ধারে দলবদল করেছেন ৪৭ জন। চড়া অর্থে ২২ জনকে দলে টেনেছে ক্লাবগুলো।