চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভূঞাপুরে এমপি ও মেয়র গ্রুপের সংঘর্ষে আহত ৭

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলার উপজেলা আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এমপি ছোট মনির ও সভাপতি মাসুদুল হক মাসুদের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ২৯ অক্টোবর দুপুর পৌঁনে একটার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে বর্ধিত সভা চলাকালে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে আওয়ামী লীগের অফিসের নিয়ন্ত্রণ নেয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক বলেন, বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করে। এতে ছয়জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে সংসদ সদস্য ছোট মনির বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য বাবলুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় তার আহ্বান জানিয়েছি।