প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ারের উপস্থিতিতে নাটোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। এ সময় আলোচনা সভার চেয়ার ভাংচুরসহ উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনাও ঘটে।
আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে সংঘর্ষে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একটি আইটি ভবন (স্মার্ট কর্ণার) উদ্বোধনের জন্য মন্ত্রী পরিষদের সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ার নাটোরে যান। উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
সভা চলাকালীন সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের সমর্থকরা তাদের নেতাদের নামে শ্লোগান দেওয়া শুরু করে। এ সময় সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরাও শ্লোগান দিলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সভায় পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন পুলিশ সুপার সাইফুর রহমান।
এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।







