এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি ও হত্যাকাণ্ডের দুই আসামির ভারতে প্রবেশের কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও মেঘালয় পুলিশ। বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে তারা।
রোববার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মেঘালয় পুলিশ সদরদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্যও পাওয়া যায়নি।
মেঘালয় পুলিশ জানায়, গারো পাহাড় এলাকায় এসব আসামির কোনো উপস্থিতির প্রমাণ নেই এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। স্থানীয় সহায়তাকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের অস্তিত্বও পাওয়া যায়নি।
এ দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে মেঘালয় ফ্রন্টিয়ার বিএসএফ আইজি ওপি উপাধ্যায় বলেন, সীমান্ত অতিক্রমের কোনো প্রমাণ নেই।
তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।








