চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিখোঁজ হয়েছে মাল্টিমিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান

KSRM

মার্কিন মেরিন কর্পসের একটি যুদ্ধবিমান দক্ষিণ ক্যারোলিনা অঞ্চলে নিখোঁজ হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা নিখোঁজ মাল্টিমিলিয়ন ডলারের বিমানটি খুঁজে বের করতে জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, সামরিক কর্মকর্তারা বলেছেন, রোববার বিকেলের পর থেকে উত্তর চার্লসটনের উপর উড়তে থাকা এফ-থার্টিফাইভ লাইটনিং-২ জেটটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Bkash July

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফেডারেল এভিয়েশন নিয়ন্ত্রকদের সাথে সমন্বয় করে চার্লসটন শহরের উত্তরে দুটি হ্রদের চারপাশে অনুসন্ধান করছে।

জয়েন্ট বেস চার্লসটন স্থানীয় বাসিন্দাদের সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে বলেছে, যদি আপনাদের কাছে এমন কোন তথ্য থাকে যা আমাদের পুনরুদ্ধারকারী দলগুলোকে এফ- থার্টিফাইভ শনাক্ত করতে সাহায্য করতে পারে, তাহলে অনুগ্রহ করে বেস ডিফেন্স অপারেশন সেন্টারে কল করুন।

Reneta June

জানা গেছে, লকহিড মার্টিন দ্বারা নির্মিত বিমানগুলোর প্রতিটির দাম প্রায় ৮০ মিলিয়ন ডলার।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View