চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও ৪ কর্মীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন।
বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলো, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ ও আর এইচ রাজু।
চবি যৌন নিপীড়ন ও নির্যাতন বিরোধী সেলের আরও ২টি ঘটনা লিখিত মুচলেকার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
দুপুরে উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. মনিরুল হাসান এ তথ্য জানান।








