চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জলাবদ্ধতা নিরসনে সাংবাদিকদের সহায়তা চান মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধ নিরসনে সংস্কার করা খালের মাটি আগামী মার্চের মধ্যে অপসারণ না করলে সামনের বর্ষায় শহরের জলাবদ্ধতা কোমর পরিমাণ নয়, মাথা পর্যন্ত ডুবে যাবে।

তিনি আরও বলেন: সেই সঙ্গে নগরবাসীর ভোগান্তি আরও বেশি চরম আকার ধারণ করবে। এ বিষয়ে সিটি মেয়র চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সহায়তা চান। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনবান্ধব উন্নয়ন কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে দায়িত্ব পালন করছেন বলে জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সচিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ অন্যরা।