চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে: চীন

‘বেইজিং যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গুপ্তচর বৃত্তির বেলুন উড়িয়েছে’ ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা নিয়েছে বলে অভিযোগ করেছে চীন।

দেশটির দাবি, এটি শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে।

Bkash July

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, শনিবার চীন এমন অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তের স্বল্প সময় আগে চীন দু:খ প্রকাশ করে একটি ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে এবং তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঠেলে দেওয়ার জন্য বাতাসকে দায়ী করেছে।

Reneta June

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিঙ্কেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে।

চীনের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং কখনোই কোন সার্বভৌম দেশের ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘন করেনি।’

এক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনীতিবিদ এবং মিডিয়া বেলুনের ওই ঘটনা চীনকে আক্রমণ ও কলঙ্কিত করতে নাটক সাজিয়েছে’, বলেও দাবি করছে চীন।

Labaid
BSH
Bellow Post-Green View