এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশে ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনী প্রসারে চীন সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ড্রোন তৈরীর প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।
ড্রোনকে গল্প বলার একটি নতুন মাধ্যম হিসেবে উল্লেখ করে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, আমরা চাই এই প্রযুক্তি বাংলাদেশে আরও প্রসারিত হোক। এজন্য ১৫ সদস্যের প্রতিনিধি দল চীনে প্রশিক্ষণে যাচ্ছে।
প্রশিক্ষণকালে বাংলাদেশের প্রতিনিধি দল চীনের আধুনিক ড্রোন প্রযুক্তি, পরিচালনা, এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে পরিচিত হবে। আশা করা হচ্ছে, প্রশিক্ষণ শেষে দেশীয় উদ্যোগে ড্রোন শো ও প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।








